1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, জুলাই পর্যন্ত আক্রান্ত ২০ হাজার ৭০২ জন রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা: ব্যাংক ও আর্থিক খাতে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, চীনে সুনামি সতর্কতা ও ২.৮ লাখ মানুষকে সরানো হলো কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে ইসির কাছে কারিগরি কমিটির সুপারিশ শিশুর হাতের লেখা সুন্দর করতে করণীয় বঙ্গোপসাগরে ৯০ মিনিটে ৪টি ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশে সুনামি সতর্কতা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের, শুল্ক আরোপের শঙ্কা

ভুটান-বাংলাদেশ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
ভুটান-বাংলাদেশ সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভুটান বাংলাদেশের যেসব অবকাঠামোগত সুবিধা পাচ্ছে, তা আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনো অনেক সুযোগ রয়েছে।

বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি। সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও বিদ্যমান চমৎকার সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত দর্জি বলেন, “বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত সহায়তার জন্য ভুটান আন্তরিকভাবে কৃতজ্ঞ।” তিনি জানান, ভুটান সবসময়ই বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সুযোগ সৃষ্টি হলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর চেতনাকে ধারণ করে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই চেতনার মধ্যে দিয়েই বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাস করে।”

এই সৌজন্য সাক্ষাৎ দুদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট