1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান হারাল জাপান, শীর্ষে জার্মানি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান হারাল জাপান, শীর্ষে জার্মানি

বিশ্ব অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। দীর্ঘ ৩৪ বছর শীর্ষ ঋণদাতা দেশের অবস্থান ধরে রাখার পর অবশেষে জাপানকে পেছনে ফেলেছে জার্মানি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিট বৈদেশিক সম্পদের পরিমাণে শীর্ষে উঠে এসেছে জার্মানি।
জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদ দাঁড়িয়েছে ৫৩৩.০৫ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার)। এটি আগের বছরের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।
অন্যদিকে, জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯.৬৫ ট্রিলিয়ন ইয়েন। এই অংক জাপানের চেয়ে অনেকটাই বেশি, যার ফলে ঋণদাতার তালিকায় প্রথম স্থান অর্জন করে জার্মানি।
জাপান ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্বের সর্বোচ্চ ঋণদাতা দেশ হিসেবে অবস্থান করছিল। এই দীর্ঘ সময় ধরে বিশ্ব অর্থনীতিতে জাপান একটি নির্ভরযোগ্য বিনিয়োগকারী দেশ হিসেবে পরিচিত ছিল। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যদিও র‍্যাংকিংয়ে পরিবর্তন এসেছে, তবুও জাপান বৈদেশিক সম্পদের পরিমাণে নতুন রেকর্ড গড়েছে।
জাপানের সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, “নিট বৈদেশিক সম্পদের পরিমাণ নির্ধারণে আর্থিক সম্পদ, ঋণের মূল্য পরিবর্তন এবং পেমেন্ট ব্যালেন্স বিবেচনায় নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “জাপানের বৈদেশিক সম্পদ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই র‍্যাংকিং কমে যাওয়ায় জাপানের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থানে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”
জাপান ও জার্মানির পর নিট বৈদেশিক সম্পদের হিসেবে অন্যান্য দেশের অবস্থান, চীন: ৫১৬.২৮ ট্রিলিয়ন ইয়েন (৩য়), হংকং: ৩২০.২৬ ট্রিলিয়ন ইয়েন (৪র্থ), নরওয়ে: ২৭১.৮৩ ট্রিলিয়ন ইয়েন (৫ম)G
জাপানের মুদ্রা ইয়েনের দরপতনের ফলে দেশের বৈদেশিক সম্পদ ও দায় উভয়ই বেড়েছে। তবে বিদেশে জাপানি কোম্পানিগুলোর বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় সম্পদ আরও দ্রুত হারে বেড়েছে। এটি জাপানের বৈদেশিক সম্পদের নতুন রেকর্ড তৈরিতে ভূমিকা রেখেছে।
৩৪ বছর পর ঋণদাতার শীর্ষ স্থান হারালেও জাপান এখনও বিশ্ব অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচিত। নিট বৈদেশিক সম্পদে রেকর্ড অর্জন এবং আন্তর্জাতিক বিনিয়োগে সক্রিয় ভূমিকা রাখায় জাপানের প্রভাব কমার পরিবর্তে হয়তো আরও বিস্তৃত হবে।
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হিসেবে জার্মানির উত্থান ও জাপানের পরিবর্তন বিশ্ব অর্থনীতির চিত্রকেই নতুনভাবে উপস্থাপন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট