
পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন বিএনপির এক নেতাকে পিটিয়ে গুরুতর জখম করে ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন খান (৪৮)। তিনি মধ্য জোলাগাতি ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল খানের পুত্র। বর্তমানে তিনি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন সেদিন রাতে মোল্লাহাট বাজারে সুপারি ব্যবসায়ীর কাছে টাকা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে—মাসুদ হোসেন, আব্বাস হোসেন ও এমাদুল হক—দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে পেছন থেকে আঘাত করে পকেটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত সাখাওয়াত হোসেন বলেন, “আমি ব্যবসার টাকার জন্য বাজারে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে তারা আমাকে আক্রমণ করে টাকা ছিনিয়ে নেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।” এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “এখনও লিখিত অভিযোগ পাইনি, তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এলাকায় রাজনৈতিক দ্বন্দ্ব ও পুরনো বিরোধের জেরে এ হামলা হতে পারে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।