আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৫-এ বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, বিগত তিনটি নির্বাচনকে বৈধ বলে যেসব বিদেশি পর্যবেক্ষক রিপোর্ট দিয়েছেন, তাদের এই নির্বাচনে আমন্ত্রণ জানানো হবে না।
সিইসি বলেন, “আমরা চাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তবে যেসব বিদেশি পর্যবেক্ষক অতীতে বিতর্কিত নির্বাচনে ইতিবাচক সার্টিফিকেট দিয়েছেন, তারা আর এবার আসতে পারবেন না।” তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) একাধিক দেশ ইতোমধ্যে পর্যবেক্ষণ করতে আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে।
কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম, এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে সম্ভাব্য অপব্যবহার প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা হয়।
সিইসি আরও জানান, কানাডা বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের অঙ্গীকারে সন্তুষ্ট। তারা বিভিন্নভাবে সহযোগিতা করতে চায়, বিশেষ করে ব্যালট প্রকল্পে সহযোগিতার সম্ভাবনাও উল্লিখিত হয়েছে।
এই ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বোঝাতে চেয়েছে যে, ২০২৫ সালের নির্বাচনকে অতীতের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না। বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন এবং অংশগ্রহণে যোগ্যতা ও নিরপেক্ষতার ওপর জোর দেওয়া হবে।