1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ছারছীনা দরবারে ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ঐতিহ্যবাহী ছারছীনা দরবারে শুরু হয়েছে ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল। তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক সমাবেশে আগামীকাল যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভক্ত-মুহিব্বীদের ঢল নেমেছে পুরো এলাকায়।

পিরোজপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র ছারছীনা দরবার শরীফে শুরু হয়েছে ১৩৫তম তিন দিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব দরবারের পীর, আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)–এর জিকিরের তা’লীম ও তাৎপর্যপূর্ণ নসীহতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

আজ শনিবার থেকে শুরু হয়েছে মাহফিলের প্রথম দিনের কার্যক্রম। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব দরবারের পীর সাহেব তা’লীম প্রদান করছেন। পাশাপাশি দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, ছারছীনা আলিয়া ও দীনিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ দীনিয়াত ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন।

আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমনকে ঘিরে নেছারাবাদ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর মধ্যে উৎসাহ ও প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন জানান, “জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে ছারছীনায় এসে প্রস্তুতি পর্যালোচনা করেছেন। মহাসচিবকে আমরা যথাযথভাবে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।”
তিনি আরও জানান, মির্জা ফখরুল ছারছীনায় যোহর নামাজ আদায় করবেন। যদিও তিনি কোনো দফতর বা কার্যালয়ে যাবেন না, তবে ফেরার পথে দু–একটি পথসভা হতে পারে।

মাহফিল আয়োজন কমিটি জানিয়েছে, তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক সমাবেশ চলবে শনিবার, রবিবার ও সোমবার। আগামী সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে মাহফিলের আখেরি মুনাজাত, যেখানে লাখো ভক্ত–মুহিব্বীনের সমাগমের সম্ভাবনা রয়েছে।

মাহফিলকে কেন্দ্র করে ছারছীনা দরবার এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলার, ট্রাকসহ নানা যানবাহনে ছুটে আসছেন। আরও বহু মানুষ পথিমধ্যেই রয়েছেন বলে জানা গেছে। পুরো এলাকাজুড়ে চলছে পবিত্রতার আবহ, মিলনমেলা ও আধ্যাত্মিক উদ্দীপনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট