
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “যারা নির্বাচনের জন্য জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে, এখন তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। যদি নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করা হয়, আল্লাহ তায়ালা তাদের জনবিচ্ছিন্ন করে দেবেন।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার আয়োজনে ভাণ্ডারিয়া সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর আরও বলেন, “জনগণ এখন সব বোঝে। একদিকে নির্বাচনের কথা বলে আরেকদিকে পেছনে ষড়যন্ত্র করলে তা কখনো সফল হবে না। জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন মাঠে ছিল, আছে এবং থাকবে।”
তিনি বলেন, “কোনো মুসলমানের অন্য আদর্শের পেছনে হাঁটার সুযোগ নেই। ইসলামী আদর্শই শান্তির পথ। ইতিহাসে দেখা যায়, যেসব দেশে ইসলামী আদর্শ বাস্তবায়ন হয়েছে, সেখানে মুসলমানসহ অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে বসবাস করেছে।”
৫ আগস্ট অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেদিন যখন আমরা দেশ রক্ষায় মাঠে নেমেছিলাম, অনেকেই গরুর হাট, বাসস্ট্যান্ড, খেয়াঘাট দখল করেছে। কিন্তু ইসলাম কারও জান-মালের ক্ষতি সমর্থন করে না। বরং আমরা নিজেরাই সংখ্যালঘুদের জানমাল রক্ষা করেছি, তাদের উপাসনালয় সুরক্ষায় কাজ করেছি।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পিরোজপুর–২ আসনের সংসদ প্রার্থী আবুল কালাম আজাদ, ঝালকাঠি–১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আলী হাদী, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আমীর হোসেন খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সিহাব উদ্দিন প্রমুখ।
ভাণ্ডারিয়ায় অনুষ্ঠিত এই গণসমাবেশকে ঘিরে স্থানীয় এলাকায় রাজনৈতিক উত্তাপ তৈরি হয়, যেখানে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা যায়।