1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরে মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার শুরু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
পিরোজপুর শহরের সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দখলমুক্ত, ময়লা অপসারণ ও পলি পরিষ্কার কার্যক্রমে অংশ নেয় প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবীরা। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে চলছে উদ্যোগ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতায় প্রশাসনের অভিযান

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া বহুদিনের অবহেলিত ও মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল অবশেষে সংস্কারের আওতায় এসেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন অংশ থেকে আনুষ্ঠানিকভাবে খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসন।

পৌরসভার উদ্যোগ ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনেই খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা-আবর্জনা অপসারণ এবং দীর্ঘদিন জমে থাকা পলি পরিষ্কারের কাজ পরিচালিত হয়। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের আশা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, বছরের পর বছর অবহেলার কারণে খালটির প্রাণ হারিয়ে ফেলেছিল। নিয়মিত পরিচর্যা ও যথাযথ উদ্যোগ নিলে খালটি আবারও জীবন্ত হয়ে উঠবে এবং শহরের জলাবদ্ধতা হ্রাসে ভূমিকা রাখবে।

পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, “অল্প পরিসরে কাজ শুরু হলেও জনগণের অংশগ্রহণ এবং সহযোগিতা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুনঃখনন করা হবে।”

তিনি আরও জানান, খাল দখলমুক্তকরণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য পৌরসভার এই উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই করা হবে। শহরবাসীর জন্য পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয়রা জানিয়েছেন, মৃতপ্রায় অবস্থায় থাকা খালটি পুনরুদ্ধার হলে বর্জ্য জমা, পানি প্রবাহ ব্যাহত হওয়া এবং বর্ষাকালে জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো কমে আসবে। পাশাপাশি শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট