
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য মো. সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মৃধা একসময় বিএনপি পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। পরে আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসামূলক বক্তব্য দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন। এরপর আওয়ামী লীগ পরিচয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগের মুখে পড়েন।
তার চাচা মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, “সোহাগ মৃধা খুবই খারাপ মানুষ। সম্পত্তির ওয়ারিশ বঞ্চিত করতে আমাকে ও তার ছোট ভাইকে মিথ্যা মামলায় জড়িয়েছে। এমনকি নিজের ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।”
ওসি বনি আমিন বলেন, “তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে অন্যান্য অভিযোগও তদন্ত করা হবে।”
গত ২২ অক্টোবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোহাগ মৃধা বলেন, “আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী।”
এই বক্তব্যটি “আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।