1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পিরোজপুরে অনারম্বর অনুষ্ঠানে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে সাংবাদিকদের আয়োজনে অনারম্বর অনুষ্ঠানে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পত্রিকার সাহসিকতা ও সত্যনিষ্ঠা তুলে ধরা হয়েছে

পিরোজপুরে সাংবাদিকদের আয়োজনে অনারম্বর অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালবেলার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহ-সভাপতি মো. ইমাম হোসেন মাসুদ, কার্যনির্বাহী সদস্য মো. আরিফ মোস্তফা, মো. খালিদ আবু, মো. ওয়াহিদ হাসান সহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৈনিক কালবেলা খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাহসিকতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তারা আরও যোগ করেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম চ্যালেঞ্জ হলো নিরপেক্ষতা বজায় রাখা। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।”

বক্তারা কালবেলা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কালবেলা-র প্রতিনিধি ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট