
“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৌশল খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে আইডিইবি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ও সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজ। সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক।
এছাড়া আরও বক্তব্য রাখেন আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সংগ্রাম পরিষদের সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক হোসনেয়ারা পপি প্রমুখ।
বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি স্বীকৃতি ও সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও টেকসই অবকাঠামো গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম। তাই তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
আলোচনা শেষে আইডিইবি সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্য ও অঙ্গীকারের প্রতীকী রূপে পরিণত হয়।