দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগের, যেখানে একাই ভর্তি হয়েছেন ১০১ জন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু আপডেট বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ১০১ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ৯ জন এবং ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ২২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে আশার কথা হলো, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ২৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১০,৩৩৬ জন রোগী ডেঙ্গু থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ এখন জরুরি। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর মাধ্যমেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।