1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশি প্রেমিকের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপির কালীগঞ্জে রাতে দুর্বৃত্তদের কাটা ৪৮টি ধরন্ত কাগজী লেবু গাছ, পথে বসেছেন কৃষক ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত, বরিশালেই অর্ধেকের বেশি রোগী হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জন নিহত, নিখোঁজ অন্তত ৪০ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও নিজেকে দায়ী মনে করছেন তানজিদ তামিম পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মাসুদ সাঈদী হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ নাম লেখালেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশ নারী ফুটবল দলের “মেসি” ঋতুপর্ণা

ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত, বরিশালেই অর্ধেকের বেশি রোগী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ডেঙ্গু, এডিস মশা
ডেঙ্গুতে একদিনে ২০৪ জন আক্রান্ত।

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগের, যেখানে একাই ভর্তি হয়েছেন ১০১ জন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু আপডেট বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ১০১ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ৯ জন এবং ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) থেকে ২২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে আশার কথা হলো, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ২৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১০,৩৩৬ জন রোগী ডেঙ্গু থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ এখন জরুরি। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর মাধ্যমেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট