রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদার দাবিতে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীকে নৃশংস হত্যাসহ সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের কাহারোলে সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই ২০২৫, শনিবার রাত ৮টায় এই বিক্ষোভ মিছিলটি উপজেলার আমতলা মোড় থেকে শুরু হয়ে কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলা মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সারাদেশে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে, তাতে সাধারণ জনগণের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ড তার জঘন্য উদাহরণ। এসব ঘটনার দ্রুত বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়েই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ ওমর ফারুক, এনসিপি প্রতিনিধি মোঃ কবির আনাম, কাহারোল উপজেলা গণ পরিষদের সভাপতি মোঃ পারভেজ হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিটফোর্ডসহ সকল চাঞ্চল্যকর ঘটনার বিচার যেন অবিলম্বে সম্পন্ন করা হয়।