1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে অবহিতকরণ সভা কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা কাউখালীতে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত কাউখালীতে বিএনপি নেতা ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ দুর্গাপূজার আগে ভারতে পৌঁছাল বাংলাদেশের প্রথম ইলিশ চালান পিরোজপুরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

পিরোজপুরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের করণীয় নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের আওতায় এবং দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থা (ডিসিআরএম) বিভাগের সহযোগিতায় দুই দিনব্যাপী “দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী। তিনি বলেন, “বাংলাদেশ নদীমাতৃক ও জনবহুল দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস ও অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসল, গৃহপালিত পশুপাখি ও সম্পদ বিনষ্ট হয় এবং বহু প্রাণহানি ঘটে।”

তিনি আরও বলেন, “যদিও সরকারিভাবে আগে থেকেই সতর্ক সংকেত ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু সচেতনতার অভাবে সাধারণ মানুষ তা মানে না। ফলে প্রাণহানি ও সম্পদহানি বাড়ে। বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম এবং তারা ধর্মীয় নেতাদের কথাকে খুব মান্য করে। তাই মসজিদের ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতারা জুমার নামাজ, ওয়াজ, মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে দুর্যোগ মোকাবিলায় সচেতন করতে পারেন। এতে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে এবং বড় ধরনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করা যাবে।”

মাসুদ সাঈদী আরও মনে করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের পাশাপাশি ধর্মীয় নেতাদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তাদের সক্রিয় অংশগ্রহণে সচেতনতা বাড়বে এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী। এতে প্রশিক্ষণার্থী হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট