পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর পক্ষ থেকে দুর্গাপূজার সপ্তমীতে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে জামায়াতের নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতে ইসলামী ও পৌর শাখার উদ্যোগে সদর উপজেলার আখড়াবাড়ী, কালিবাড়ি, নড়াইলপাড়া, রাজারহাট ও পালপাড়া সহ একাধিক পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এসময় জেলা জামায়াতের আমির ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আমাদের আসতে দেওয়া হয়নি। কিন্তু আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং থাকব।” তিনি আরও জানান, কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জামায়াতের নেতাকর্মীরা সবসময় কাজ করছে।
মাসুদ সাঈদী প্রবাস থেকে পাঠানো বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এমপি থাকাকালে পিরোজপুর, নাজিরপুর ও জিয়ানগরের হিন্দু সম্প্রদায় তাঁর পাশে ছিলেন এবং ভালোবাসা দিয়েছেন। আমরা সবসময় আপনাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে। রাজনৈতিক কারণে গত ১৭ বছর সরাসরি পাশে না থাকলেও আমাদের ভালোবাসা ও সম্প্রীতি অটুট রয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার পক্ষে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, জেলা ওলামা বিভাগের সভাপতি মুফতি আব্দুল হালিম, জেলা ছাত্রশিবির সভাপতি ইমরান খানসহ জামায়াত ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।