
বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে গত ১৫ বছরে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত একটি শ্বেতপত্র (Whitepaper) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে গঠিত টাস্কফোর্স দেশবাসীর কাছ থেকে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান জানিয়েছে।
প্রধান উপদেষ্টার অনুমোদনে গঠিত টাস্কফোর্সটি ২১ এপ্রিল ২০২৫ তারিখে কাজ শুরু করে এবং ইতোমধ্যে কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্স সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে—শ্বেতপত্র প্রণয়নে সাধারণ নাগরিক ও অংশীজনদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।
যদি কারো কাছে ডাক ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট নিয়োগ, পদোন্নতি, পরামর্শক নিয়োগ, প্রকল্প বাস্তবায়ন, লাইসেন্স ব্যবস্থাপনা কিংবা সামাজিক দায়বদ্ধতা তহবিল (CSR Fund) ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের তথ্য থাকে, তাহলে তা নিচের দুটি মাধ্যমের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে:
ই-মেইল:
📧 ptdtaskforce0425@ptd.gov.bd
অনলাইন ফর্ম (Google Form):
🔗 https://tinyurl.com/ptd-taskforce
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি চিহ্নিতকরণ, ভবিষ্যতের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতি প্রণয়ন, তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ, সরকার আশা করছে, সাধারণ জনগণ, পেশাজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা তথ্য দিয়ে এ কাজে সহযোগিতা করবেন।
টাস্কফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, “স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে এই খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা জনসাধারণের সহায়তায় তুলে ধরা প্রয়োজন। সঠিক তথ্য প্রদানই পারে ভবিষ্যৎ নীতি ও কাঠামো উন্নত করতে।”