1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার নতুন নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুনভাবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী আগের সব নিবন্ধন বাতিল ঘোষণা করে কমিশন নতুন করে যোগ্য সংস্থাগুলোর আবেদনের আহ্বান জানিয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা শনিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে নির্ধারিত ফরম (EO-1) পূরণ করে আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) এবং সচিবালয়ের কক্ষ নম্বর ১০৫-এ পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের পুরোনো নীতিমালাকে বাতিল করে নতুন নীতিমালা অনুযায়ী পূর্বে নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার বৈধতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হয়েছে। নতুন নীতিমালার আওতায় এবার আবেদন যাচাই করে শুধুমাত্র যোগ্য সংস্থাগুলোকে পুনর্নিবন্ধন দেওয়া হবে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দেশে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু হয়। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক কাজ করেন। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক নিয়োজিত ছিলেন। সর্বশেষ, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন দেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন।

নির্বাচন কমিশন আশা করছে, নতুন নীতিমালা অনুসারে গ্রহণযোগ্য সংস্থাগুলো আবেদন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট