1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই। ইসি থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে হিসাব জমা না দিলে বিধান অনুযায়ী সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল হতে পারে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কিছু দল পঞ্জিকা বছরের (২০২৪) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে, বেশিরভাগ ইসলামী দলসহ একাধিক দল এখনো এই হিসাব জমা দেয়নি। কেউ চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে সময় বাড়ানোর সুযোগ পেতে পারে।

এই প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত ৭ জুলাই জানান, সব নিবন্ধিত দলের কাছেই চিঠি দিয়ে হিসাব চাওয়া হয়েছে। তবে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির কাছে চিঠি পাঠানো হয়নি। ফলে তাদের থেকে কোনো হিসাব চাওয়া হয়নি বলেই জানান তিনি।

আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। এই নিয়ম পরপর তিন বছর অমান্য করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধন তালিকায় মোট ৫১টি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই হিসাব প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ইসির পক্ষ থেকে দলগুলোর উদ্দেশ্যে বারবার সময়মতো হিসাব জমা দেওয়ার আহ্বান জানানো হলেও অনেক দল এ বিষয়ে উদাসীনতা দেখিয়ে যাচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে যেসব দল এখনো হিসাব জমা দেয়নি, তাদেরকে নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট