1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ঈদুল আজহার দিনে কোরবানির সময় আহত শতাধিক, অধিকাংশই মৌসুমি কসাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কসাই, যাদের অনেকেই পেশাদার নয়।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসব আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিকেল ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ সাংবাদিকদের জানান, “সকাল থেকে এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসার জন্য এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে সবার অবস্থাই স্থিতিশীল। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদুল আজহার দিন কোরবানির সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। বেশিরভাগ আহত ব্যক্তি হচ্ছেন মৌসুমি কসাই, যাঁরা কোরবানির মৌসুমে অস্থায়ীভাবে এই কাজ করে থাকেন। আবার কেউ কেউ নিজেদের গরু কোরবানি দিতে গিয়েও আহত হয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ প্রশিক্ষণ ও সরঞ্জামের অভাব, তাড়াহুড়ো ও জনবহুল পরিবেশে কাজ করার ফলে এমন দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা ঈদের সময় কোরবানির কাজে পেশাদার কসাই নিয়োগ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন।

আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঈদের দিন ও পরদিন কোরবানির কাজ চলার সময় আরও অনেকেই হাসপাতালে আসতে পারেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট