1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন, এমিনেন্ট বয়েজ পিরোজপুরের ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” স্লোগানে এমিনেন্ট বয়েজ পিরোজপুর আয়োজন করেছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের বিভিন্ন এলাকায় রোপণ করা হয় পাঁচ সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা।

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন”— এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ পিরোজপুর আয়োজন করেছে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। ৩, ৪ ও ৫ অক্টোবর পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ফলজ, বনজ, ঔষধি ও নানাবিধ প্রজাতির পাঁচ সহস্রাধিক চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জাকির হোসেন রোকন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হাকিম, দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ক্রীড়া সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ সরদার এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথি ডা. মুহাম্মদ আরিফ হাসান বলেন, “এমিনেন্ট বয়েজ শুধু একটি নাম নয়, এটি একটি মানবিক সংগঠন। আত্মমানবতার সেবায় এবং দেশের প্রতিটি দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় এমিনেন্ট বয়েজ পিরোজপুর নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাবে এবং আগামীতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

এমন উদ্যোগের মাধ্যমে তারা সমাজে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট