বাংলাদেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড় করিয়েছে ৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (৩০ জুলাই) পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক রোগীর সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩ জন, রাজশাহীতে ৪৫ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুরে ৩ জন নতুন করে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৯,৩২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০,৭০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী।
জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এডিস মশা নির্মূল ও এর প্রজনন ক্ষেত্র ধ্বংসে সচেতনতা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগ জরুরি।