1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য সরকারকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির অন্তত ৬০ জন এমপি। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ এর আয়োজনে লিখিত এই চিঠিতে মধ্যপন্থী ও বামপন্থী ব্লকের ৫৯ জন এমপি স্বাক্ষর করেছেন। তারা ফিলিস্তিনিদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য যুক্তরাজ্য সরকারের ভূমিকার জোরালো দাবি জানিয়েছেন।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েল কর্তৃক গড়ে তোলা তথাকথিত ‘মানবিক শহর’ প্রকল্প একটি পরিকল্পিত জোরপূর্বক স্থানান্তরের অংশ, যা ফিলিস্তিনিদের অঞ্চল থেকে মুছে ফেলতে পারে। তারা এই পদক্ষেপকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করে ব্রিটিশ সরকারের কাছে তা বন্ধে দ্রুত পদক্ষেপ চেয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তিনি সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফাহর একটি ধ্বংসপ্রাপ্ত শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করেছেন।”

এমপিরা আরও বলেন, যুক্তরাজ্য সরকারকে কেবল UNRWA-এর তহবিল পুনঃপ্রতিষ্ঠা এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করাই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোর পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তাদের মতে, “ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে যুক্তরাজ্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের নীতিকে নিজেরাই দুর্বল করছে। এখনই সময় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার।”

উল্লেখ্য, নতুন লেবার প্রশাসনের অধীনে যুক্তরাজ্য এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, যদিও পূর্ববর্তী সময়ে এই বিষয়ে সমর্থনের কথা বলা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট