1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে ৬০ লেবার এমপির আহ্বান

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য সরকারকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির অন্তত ৬০ জন এমপি। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি যৌথ চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ এর আয়োজনে লিখিত এই চিঠিতে মধ্যপন্থী ও বামপন্থী ব্লকের ৫৯ জন এমপি স্বাক্ষর করেছেন। তারা ফিলিস্তিনিদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য যুক্তরাজ্য সরকারের ভূমিকার জোরালো দাবি জানিয়েছেন।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েল কর্তৃক গড়ে তোলা তথাকথিত ‘মানবিক শহর’ প্রকল্প একটি পরিকল্পিত জোরপূর্বক স্থানান্তরের অংশ, যা ফিলিস্তিনিদের অঞ্চল থেকে মুছে ফেলতে পারে। তারা এই পদক্ষেপকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করে ব্রিটিশ সরকারের কাছে তা বন্ধে দ্রুত পদক্ষেপ চেয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তিনি সমস্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে রাফাহর একটি ধ্বংসপ্রাপ্ত শিবিরে স্থানান্তরের পরিকল্পনা করেছেন।”

এমপিরা আরও বলেন, যুক্তরাজ্য সরকারকে কেবল UNRWA-এর তহবিল পুনঃপ্রতিষ্ঠা এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করাই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোর পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তাদের মতে, “ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে যুক্তরাজ্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের নীতিকে নিজেরাই দুর্বল করছে। এখনই সময় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার।”

উল্লেখ্য, নতুন লেবার প্রশাসনের অধীনে যুক্তরাজ্য এখনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, যদিও পূর্ববর্তী সময়ে এই বিষয়ে সমর্থনের কথা বলা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট