1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত প্রতিবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অক্টোবরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নাশকতার কোনো প্রমাণ মেলেনি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট। ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) গঠিত কোর কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “তদন্ত প্রতিবেদনে নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আগুনের উৎস ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট।”

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি অংশে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় ১৭ ঘণ্টা ধরে কাজ করে। আগুনে সেখানে থাকা প্রায় সব আমদানি মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান, তাদের ক্ষতির পরিমাণ ১২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই ক্ষতি দেশের আমদানি খাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

অগ্নিকাণ্ডের পর আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে স্বরাষ্ট্রসচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করা হয়। কয়েক সপ্তাহের তদন্ত, ঘটনাস্থল পরিদর্শন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং কার্গো কমপ্লেক্সের বৈদ্যুতিক কাঠামো পরীক্ষা শেষে মঙ্গলবার কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির সদস্যরা জানান, কার্গো ভিলেজের আমদানি অংশে বৈদ্যুতিক লাইন থেকে উৎপন্ন শর্টসার্কিট দ্রুত দাহ্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও বৈদ্যুতিক সমস্যার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

প্রতিবেদনে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা প্রটোকল বাড়ানো এবং নিয়মিত পরিদর্শন জোরদারের সুপারিশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট