
পিরোজপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেনসহ জেলা ও উপজেলার অসংখ্য বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “পরাধীন দেশকে স্বাধীন করতে আমরা বুকের রক্ত দিয়েছি। রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র চাওয়া—প্রাপ্য সম্মানটুকু।” তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মূল্যায়ন আরও বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, যেহেতু জেলা প্রশাসক নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধারা তার কাছে বিশেষ প্রত্যাশা রাখেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ বলেন, “১৯৭১ সালে আপনারা যেমন ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিলেন, তেমনি এখনো সমাজের অসংগতি দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আশ্বস্ত করে বলেন, “জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে। তাদের সম্মান রক্ষায় প্রশাসনের সবাই অঙ্গীকারবদ্ধ।”