1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এতে মুক্তিযোদ্ধারা সম্মান ও মূল্যায়ন বৃদ্ধির দাবি জানান এবং প্রশাসক সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা কামনা করেন।

পিরোজপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেনসহ জেলা ও উপজেলার অসংখ্য বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “পরাধীন দেশকে স্বাধীন করতে আমরা বুকের রক্ত দিয়েছি। রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র চাওয়া—প্রাপ্য সম্মানটুকু।” তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মূল্যায়ন আরও বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, যেহেতু জেলা প্রশাসক নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধারা তার কাছে বিশেষ প্রত্যাশা রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ বলেন, “১৯৭১ সালে আপনারা যেমন ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিলেন, তেমনি এখনো সমাজের অসংগতি দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আশ্বস্ত করে বলেন, “জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে। তাদের সম্মান রক্ষায় প্রশাসনের সবাই অঙ্গীকারবদ্ধ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট