1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে: আদিলুর রহমান খান পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের সংবাদ সম্মেলন: বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, সাংবাদিকদের ক্ষোভ নেছারাবাদে বাল্যবিয়ে টের পেয়ে দাওয়াত না খেয়েই ফিরে গেলেন ইউএনও গাজা যুদ্ধ-পরবর্তী নেতৃত্ব নিতে চায় সৌদি আরব নেছারাবাদের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা গ্রেফতার কাভা কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের পিরোজপুরে বিএনপি নেতার দুই শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিদেশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক সাবেক এমপি রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ

আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে: আদিলুর রহমান খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে। তিনি ফ্যাসিবাদ শাসনকে গুম ও আইন বহির্ভূত শাসনের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে।” তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের মানুষকে বন্দী করে রেখেছিল, গুম ও আইন বহির্ভূত শাসনে দেশকে নিমজ্জিত করেছিল।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রকাশনা উৎসব ও ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান আরও বলেন, “ফ্যাসিবাদী শাসন জনগণের কণ্ঠরোধ করেছিল। এখন সময় এসেছে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার। আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে গঠিত হবে, যেখানে জনগণের অধিকারই হবে রাষ্ট্রের মূল ভিত্তি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম। তিনি বলেন, “দেশের মানুষের অধিকার যাতে আর কেউ ক্ষুণ্ন করতে না পারে, তেমন দেশ গড়ে তুলতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমকে ২০১৬ সালের ১০ আগস্ট নিজ বাসা থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ আট বছর নিখোঁজ থাকার পর ২০২৪ সালে শেখ হাসিনার পতনের একদিন পর—৬ আগস্ট—তিনি মুক্তি পান। তার জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতা নিয়েই লেখা হয়েছে ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইটি।

সেমিনারে বক্তারা বলেন, গুম ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই সনদই হবে গণতান্ত্রিক বাংলাদেশের পুনর্জাগরণের রূপরেখা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট