1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৪৮ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনি নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
গাজায় ইসরাইলি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় গত ৪৮ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ ফিলিস্তিনি। বেড়েছে হামলার তীব্রতা ও মানবিক সংকট।

দখলদার ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের সামরিক হামলার মাত্রা আরও তীব্র করেছে। এতে গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৩০০ ফিলিস্তিনি। এই বর্বর আগ্রাসনে মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে।

শনিবার (১৭ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছেন অন্তত ১৫৩ জন। আহত হয়েছেন আরও ৪৫৯ জন। পূর্ববর্তী হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৭ জনের মরদেহ।

গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,২৭২ জনে এবং আহত হয়েছেন ১,২০,৬৭৩ জন। এটি ইসরাইলি বাহিনীর দ্বিতীয় দফার সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়েই ভয়াবহতার প্রমাণ।

চলমান এই আগ্রাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরাইলের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানালেও, তা আমলে নিচ্ছে না নেতানিয়াহুর সরকার। বরং তারা বলছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।

এদিকে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় নিহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৮,৪৭৩ জন।

গাজা উপত্যকায় বোমাবর্ষণ, স্থল অভিযানের পাশাপাশি সমুদ্র ও আকাশপথে হামলার তীব্রতা বাড়ছে। ইসরাইল বলছে, তারা হামাসের হাতে থাকা অন্তত ৩৫ জন জীবিত জিম্মিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এমন অবস্থায় জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো গাজায় যুদ্ধ বন্ধের জোর আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও হয়েছে।

কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। আমাদের এই পবিত্র মিশনে কোনো বিরতি নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট