1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

গাজায় পানি সংগ্রহে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৭০০ জনের বেশি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
গাজায় পানি সংগ্রহে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ৭০০ জনের বেশি

গাজায় পানি সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ ৭০০ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্থানীয় মিডিয়া অফিস এই হামলাকে আখ্যা দিয়েছে ‘পরিকল্পিত তৃষ্ণা যুদ্ধ’ হিসেবে।

মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ১১২টি মিষ্টি জলের কেন্দ্র এবং ৭২০টি গভীর নলকূপ। এতে করে ১২.৫ মিলিয়নের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুযোগ হারিয়েছে।

আল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, গাজার মানুষ ভয়াবহ পানি সংকটে ভুগছে। যেটুকু পানি পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই লবণাক্ত ও দূষিত। জীবনের ঝুঁকি নিয়েও লোকজন এই পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, “গত কয়েক মাসে অন্তত দশবার পানি নিতে গিয়ে মানুষ সরাসরি ইসরায়েলি হামলার শিকার হয়েছে।”

সর্বশেষ মধ্য গাজার একটি পানি কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনই শিশু। শনিবার ও রোববার গাজার বিভিন্ন এলাকায় পৃথক বিমান হামলায় আরও ২০২ জন প্রাণ হারিয়েছেন। শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে ৫২ জন। এর মধ্যে নুসেইরাহ শরণার্থীশিবিরে পানি বিতরণ কেন্দ্রের ওপর হামলায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত একটি একচেটিয়া সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক সংস্থা। তারা জাতিসংঘের মতো অভিজ্ঞ সংস্থাকে এ কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানিয়েছে।

গাজায় চলমান অবরোধ ও খাদ্য-পানি সংকটের কারণে ইতোমধ্যে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কমপক্ষে ৬৭ জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

মানবিক সহায়তার নামে প্রতিদিন প্রাণনাশের এই ঘটনাগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট