1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইন্দুরকানীতে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইন্দুরকানীতে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং দেশের সকল সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার জিয়ানগর বাজারের রূপালী চত্বরে উপজেলা রিপোর্টার্স ইউনিটের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম শহিদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মারুফুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অবজারভার পত্রিকার উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আল-আমিন হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুল আহসান সোহাগ, দৈনিক আরটি বিডি নিউজের জেলা প্রতিনিধি মো. নাজমুল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও পিরোজপুরের কথা পত্রিকার প্রতিনিধি মো. জাকির হোসেন, মানবকণ্ঠের প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফী, ঢাকা সময়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি কে. এম. শামীম রেজা, রিপোর্টার্স ইউনিটের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শাকিল খান, ইউনুস আকন, আলতাফ হোসেন ও দিবাকর দও প্রমুখ।

বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে জবাই করে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি। এর আগে বহু সাংবাদিককে আঘাত, কুপিয়ে বা গুলি করে হত্যা করা হলেও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তারা অভিযোগ করেন, সাংবাদিকরা জীবন বাজি রেখে অপরাধ চিত্র তুলে ধরলেও যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাবে এবং দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের গ্রেফতারকৃত ও আত্মস্বীকৃত খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দেশের সকল সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট