1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বুধবার (২৫ জুন) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ ছিল বাংলাদেশে তাঁর চার বছরের কূটনৈতিক কর্মজীবনের শেষ আনুষ্ঠানিক কার্যক্রম।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে সফলভাবে দায়িত্ব পালনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবেও তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রদূত আচিম ট্রস্টার আবেগভরে বলেন, “বাংলাদেশে আমার কর্মজীবনের সময়টা ছিল সত্যিই অনন্য। এখানকার মানুষের আতিথেয়তা ছিল অভূতপূর্ব। আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিনিয়োগ সম্মেলন ছিল একটি ইতিবাচক পদক্ষেপ। আমি আশা করি, অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

প্রধান উপদেষ্টা ইউনূস বিশেষভাবে রোহিঙ্গা সংকটে জার্মানির অব্যাহত মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জার্মানির সহযোগিতা ছিল সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও যোগ করেন, “আপনার বিদায়ের পরও আমরা চাই আপনি বাংলাদেশের বিষয়ে মতামত প্রকাশ করুন—তা ইতিবাচক হোক বা সমালোচনামূলক। কারণ আপনার অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান। আপনাকে আমরা বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু হিসেবে বিবেচনা করি।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন।

আচিম ট্রস্টারের চার বছরের দায়িত্বকাল ছিল বাংলাদেশ-জার্মানি সম্পর্কের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর বিদায়ী বক্তব্যে স্পষ্ট—বাংলাদেশ তাঁর মনে বিশেষ স্থান করে নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট