1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে শহীদ স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সংবর্ধনা, প্রীতি ফুটবল ও বিজয় মেলা সহ।

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে কাহারোল কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাসরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কাহারোল-বোচাগন্জ সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে সূধীজন একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়াও উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষমেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় এবং কাহারোলবাসী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ইতিহাসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট