
পিরোজপুরে “বৈষম্য, দুর্নীতি ও অন্যায়”-এর বিরুদ্ধে গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনিক ও উন্নয়নমূলক বৈষম্যের কঠোর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে গ্রীন ফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু ও মো. শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন ও তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন খালিদ আবু, খেলাফত হোসেন খসরু ও কবির হোসাইন। তারা জেলার উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও প্রশাসনিক স্বচ্ছতার অভাবের বিষয়ে প্রশ্ন তোলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, পিরোজপুর জেলায় এডিবি বরাদ্দ বাংলাদেশের সব জেলার মধ্যে সর্বনিম্ন—মাত্র ১৩ কোটি টাকা, যা চরম বৈষম্যের উদাহরণ। তারা বলেন, “পিরোজপুরের মানুষ বারবার অবহেলিত হচ্ছে। লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় আনতে হবে।”
গ্রীন ফোর্স বাংলাদেশের নেতারা আরও জানান, দেশের উন্নয়ন কাঠামোতে ন্যায়সংগত বরাদ্দ নিশ্চিত না হলে জেলা পর্যায়ে বৈষম্য আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে।
সংবাদ সম্মেলনের শেষে সংগঠনটির পক্ষ থেকে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।