
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যপদ পূরণে একটি চলমান মামলা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, মামলার কারণে দেশের ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না, ফলে সমান সংখ্যক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্য রয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, “এটি খুব দুঃখজনক। আমাদের ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই, অথচ ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দিতে পারছি না। একটি মামলার কারণে বিষয়টি আটকে আছে। মামলাটি দ্রুত নিষ্পত্তি হলে বহু সমস্যার সমাধান হবে।”
তিনি আরও বলেন, কুতুবদিয়া ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে শিক্ষক সংকট দৃশ্যমান। শিগগিরই এই অঞ্চলে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে সমস্যা দূর করার পরিকল্পনা নেওয়া হবে।
এর আগে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের পরে তিনি কুতুবদিয়ার বাতিঘর ও সৈকতেও যান এবং শিক্ষা ও সম্প্রদায়ের উন্নয়নের বিষয়ে পর্যবেক্ষণ করেন।
এই পদক্ষেপ দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যপদ সমস্যার স্থায়ী সমাধানে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।