1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাচ মিসে বাংলাদেশকে ডুবালেন নুরুল হাসান, সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয় কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান

কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টাঙানো ‘আই লাভ মুহাম্মদ’ লেখা সাইনবোর্ড ঘিরে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনায় নয় মুসলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা একটি আলোকসজ্জিত সাইনবোর্ড কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসলিম অধ্যুষিত সাঈদ নগর এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাইনবোর্ডটি টাঙানো হয়। এতে লাল রঙের হার্ট চিহ্নসহ লেখা ছিল—“I Love Muhammad (SAW)”।

স্থানীয় মুসলিম শ্রমজীবী বাসিন্দারা নবী করিম (সা.)-এর জন্মদিন উদ্‌যাপনের অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাইনবোর্ডটি স্থাপন করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই কয়েকজন হিন্দু ব্যক্তি এর বিরুদ্ধে আপত্তি তোলেন। পুলিশ হস্তক্ষেপে ওই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়, যা পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও বিভাজন সৃষ্টির অভিযোগে নয়জন মুসলিম পুরুষ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

সাঈদ নগরের হিন্দু গোষ্ঠী শ্রী রামনবমী সমিতি-র সদস্য মোহিত বাজপায়ী বলেন, “আমাদের ‘আই লাভ মুহাম্মদ’ লেখায় আপত্তি নেই, কিন্তু জায়গাটি নিয়ে আপত্তি রয়েছে। কারণ, ওই স্থানটি রাম নবমীর সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়।”

তিনি আরও বলেন, “সংবিধান সব ধর্মের সমান অধিকার দিয়েছে। তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু না করাই উচিত।”

অন্যদিকে, মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা বলেন, সাইনবোর্ডটি প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্যবহৃত উন্মুক্ত স্থানে স্থাপন করা হয়েছিল এবং এর জন্য তাদের কাছে সরকারি অনুমতিও ছিল। স্থানীয় ২৮ বছর বয়সী এক বাসিন্দা বলেন, “আমরা সংবিধান অনুযায়ী ধর্ম পালনের অধিকার প্রয়োগ করেছি। তবুও আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

মামলার আসামিদের পক্ষের আইনজীবী এম এ খান আল-জাজিরাকে জানান, অভিযুক্ত মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা, তাদের অনেকে ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না।

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মুসলিম বাস করেন, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়েও বেশি। রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশই মুসলিম। ২০১৭ সাল থেকে উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার সেখানে ক্ষমতায় রয়েছে। আদিত্যনাথ দীর্ঘদিন ধরেই মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির জন্য সমালোচিত হয়ে আসছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট