পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে আলীর খাল এলাকায় মাছ ধরার সময় জেলেরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে জব্দকৃত জাল উপজেলা চত্বরে পোড়ানো হয় এবং জব্দ করা ইলিশ মাছ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, মৎস্য অফিসের কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর আলীর খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ কয়েকটি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জালগুলো ধ্বংস ও মাছগুলো হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সারা দেশে একযোগে ইলিশের প্রজনন মৌসুমে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মা ইলিশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”