পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মুদি ব্যবসায়ী আব্দুল হাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার মামলার আসামি রাকিব সেপাই ও জসিম খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে যশোরের অভয়নগর থেকে র্যাব-৬ এর সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী দালালের অপেক্ষায় ছিলেন বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাদেরকে ইন্দুরকানী থানায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট উপজেলার পশ্চিম বালিপাড়া ৯ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী আব্দুল হাইকে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এর আগে এলাকায় চুরির ঘটনায় রাকিব সেপাই ও জসিম খানকে সন্দেহ করে স্থানীয়রা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন সকালে তারা আব্দুল হাইকে একা পেয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় তার পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সহযোগিতায় যশোরের অভয়নগর থেকে তাদের গ্রেফতার করা হয়। ওসি মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।