তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। দেশের সকল উপজেলায় বিআরডিবির নিজস্ব জমিতে বৃক্ষরোপণের সিদ্ধান্তের অংশ হিসেবে রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় ইন্দুরকানী উপজেলার বিআরডিবি কার্যালয় চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার। তিনি নিজ হাতে ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির শতাধিক গাছ রোপণ করেন এবং উপস্থিত সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন।
বিআরডিবি সদর কার্যালয়ের ২৯ জুলাই অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, দেশের প্রতিটি উপজেলায় নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। সেই আলোকে ইন্দুরকানী উপজেলার এই কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়—জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ মানুষের আয়ের উৎস বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি।
এ সময় উপ-পরিচালক নাজমুল আনোয়ার বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে। এর মাধ্যমে আমরা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিঠুন মিস্ত্রী, জুনিয়র হিসাব অফিসার পার্থ কুমার রায়, বিআরডিবির বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং শতাধিক সুফলভোগী। সকলে সম্মিলিতভাবে গাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
এই উদ্যোগকে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।