1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সিএনজির ধাক্কায় মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের গোডাউন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের ০৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পিরোজপুর থেকে আসা একটি অতি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় চিকিৎসক সহকারী (স্যাকমো) মনিমোহন মিস্ত্রী চিকিৎসা দিতে ব্যর্থ হন। এরপর তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার সিএনজি চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় এবং তাদের লিখিত অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দ্রুতগামী যানবাহন ও রাস্তার পাশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট