1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য

ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর ওয়ার্ডে ইউপি সদস্য ও তার ভাবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনুস শেখকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার ঘরের বাইরে মোবাইলে কথা বলছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ইউনুস শেখের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল শহিদুলের ওপর হামলা চালায়। কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। চিৎকার শুনে এগিয়ে এলে ভাবী মাকুলী বেগমকেও কুপিয়ে হত্যা করা হয়। এরপর স্ত্রী রেহেনা বেগমকে কোপালে তিনিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শহিদুলের ভাই মুর্তজা হাওলাদার বাদী হয়ে ৮ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি রফিকুল শেখকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি ইউনুস শেখ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান।

পুলিশের তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে ইউনুসকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “প্রধান আসামি ইউনুস শেখকে র‍্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট