1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত, হাসপাতালে চিকিৎসাধীন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। তাদের মোবাইল, মাইক্রোফোন ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে দু’জনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।

পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিক—মানব কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও সোনালী নিউজের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ। রোববার (১৬ নভেম্বর) বিকালে চন্ডিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাসূত্রে জানা যায়, ওই দুই সাংবাদিক চন্ডিপুর বাজারে সুপারি কেনাবেচা ও পরিবহন পরিস্থিতি নিয়ে ভিডিও ধারণ করছিলেন। একই সময় কাছেই চন্ডিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ চলছিল। দায়িত্ব পালনকালে হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এবং অবস্থার অবনতি হলে রাতে দু’জনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক নাসরুল্লাহ আল কাফি বলেন, “আমরা সুপারি বাজারের ভিডিও করছিলাম। পাশে বিএনপির সমাবেশ চলছিল। এসময় কয়েকজন এসে আমার সহকর্মী আরিফ বিল্লাহর ওপর অতর্কিত হামলা করে। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। আমাদের তিনটি মোবাইল ফোন নিয়ে যায়, পরে একটি ফোন উদ্ধার হয়েছে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানা পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিকদের থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট