1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

ইন্দুরকানীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান

মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার আহ্বান

“পুলিশ জনতা, জনতাই পুলিশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার উদ্যোগে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও যৌতুক প্রতিরোধে এক বিশেষ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১০টায় উপজেলার ২নং পওাশী ইউনিয়নের পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। উপস্থাপনায় ছিলেন থানার এসআই (নিরস্ত্র) সঞ্জীব ঢালি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পওাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন সমাজের জন্য ভয়ংকর ব্যাধি। এসব অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বক্তারা উল্লেখ করেন, সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনে যুব সমাজের জড়িত থাকার প্রবণতা রয়েছে। তাই প্রত্যেক অভিভাবককে সন্তানের গতিবিধির প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা, পওাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন খান, উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মোঃ কবির হোসেন সিকদার, জামায়াতের যুব সংগঠনের সভাপতি মোঃ ছগির হোসেন খান, পুলিশের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সবশেষে বক্তারা বলেন, জনসচেতনতা এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। এর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গঠন করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট