পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি স্কিমের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসইডিপি স্কিমের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোহাম্মদ সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, ও উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
বক্তারা বলেন, এসইডিপি’র এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের অনুপ্রেরণা সৃষ্টি করবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে। অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিত ও বিস্তৃতভাবে এ ধরনের কর্মসূচি চালুর দাবি জানান।
পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।