পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল শাখার পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনটি শাখায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
পরিসংখ্যান নিচে দেওয়া হলো, এইচএসসি (সাধারণ): মোট পরীক্ষার্থী ২৮০ জন, উপস্থিত ২৭৬ জন, অনুপস্থিত ৪ জন, আলিম শাখা: মোট পরীক্ষার্থী ১৪৫ জন, উপস্থিত ১৪০ জন, অনুপস্থিত ৫ জন, ভোকেশনাল শাখা: মোট পরীক্ষার্থী ৮৪ জন, উপস্থিত ৮৪ জন, অনুপস্থিত ০ জন, সর্বমোট ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০০ জন উপস্থিত ছিলেন এবং মাত্র ৯ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসা উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে—এটি আমাদের জন্য ইতিবাচক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”