1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে ইন্দুরকানী থানায় তিনি লিখিত আবেদন করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সম্প্রতি কুচক্রী মহল শাকিল মাহমুদ পলাশের ছবি অন্য একটি ছবির সঙ্গে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তার বিরুদ্ধে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তিনি থানায় জিডি করেন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

রাজনৈতিক জীবনে শাকিল মাহমুদ পলাশ বিএনপির একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার মেজ চাচা মরহুম আব্দুল লতিফ হাওলাদার দীর্ঘদিন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। শাকিল মাহমুদ পলাশও ছাত্র জীবন থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে কর্মীসভা ও ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোডাউনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে অংশগ্রহণ করে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে শাকিল মাহমুদ পলাশ বলেন, “আওয়ামী লীগের সাবেক এমপির সঙ্গে ছবি তোলা তো দূরের কথা, আমি কখনো বিরোধী দলের কারো সঙ্গে বসেও চা খাইনি। আমার ছবির মাথা কেটে এডিট করে যে ভুয়া ছবি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি আইনের আশ্রয় নিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য প্রকাশ পেলে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে।”

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন বলেন, “ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ পলাশ থানায় জিডি করেছেন। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট