পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. কালাম শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কালাম শেখ ইন্দুরকানী উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুল গফুর শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী থানার এসআই আশিকুজ্জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল ফোর্স। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সোমবার সন্ধ্যায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার পর এসআই আশিকুজ্জামান বাদী হয়ে মো. কালাম শেখ ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-০৫) দায়ের করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।