1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ কোটি টাকার বেশি ঋণ নতুন করে যাচাই হবে: গভর্নর আহসান এইচ মনসুর ইউক্রেনের পক্ষে যুদ্ধ: ব্রিটিশ নাগরিকে ১৩ বছরের কারাদণ্ড ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ, গেজেট প্রকাশ কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে পালিত আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল কাহারোলে কালী মন্দিরে মূর্তি ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত

কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা শিক্ষা অফিসার এম. এ. জিন্নাত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর—বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে জাতীয় প্রবাসী দিবসও উদযাপন করা হচ্ছে। এই শুভ দিনে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশির প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, প্রবাসী ভাই-বোনদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও সম্মানজনক জীবন ও দেশের জন্য বড় অবদান রাখতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট