
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাহারোল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আসাদুজ্জামান শুভ, উপজেলা শিক্ষা অফিসার এম. এ. জিন্নাত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আজ ১৮ ডিসেম্বর—বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে জাতীয় প্রবাসী দিবসও উদযাপন করা হচ্ছে। এই শুভ দিনে দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশির প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, প্রবাসী ভাই-বোনদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশ গমন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও সম্মানজনক জীবন ও দেশের জন্য বড় অবদান রাখতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।