
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে ইরানে বৈধভাবে থাকা এবং ইরান ত্যাগে আগ্রহী বাংলাদেশিদের পাসপোর্টের কপি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) এক ফেসবুক পোস্টে তেহরানের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম জানান, “ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী, তারা আজ রাতের মধ্যেই নিজেদের পাসপোর্টের কপি oalid.islam@mofa.gov.bd ই-মেইলে পাঠান। কেউ ভেঙে পড়বেন না। ইনশাআল্লাহ, আপনাদের নিরাপদে ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে।”
ওয়ালিদ ইসলাম আরও বলেন, যারা অবৈধভাবে ইরানে অবস্থান করছেন, তাদের মধ্যে যাদের কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), সুরক্ষা সেবা বিভাগ অথবা স্থানীয় ইউএনও’র দেওয়া চিঠি আছে, তারা সেসব কাগজপত্র oalidjob@gmail.com ঠিকানায় পাঠাতে পারেন। “কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ নিরাপদে ইরান ছাড়ব,” – বলেন তিনি।
বর্তমানে ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি চরম উত্তপ্ত। এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ দূতাবাসের এই আহ্বান অত্যন্ত জরুরি এবং তাৎক্ষণিক। তাই ইরানে অবস্থানরত সকল বাংলাদেশিকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের অনুরোধ করা হয়েছে।