1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি, নগর ভবনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি, নগর ভবনে বিক্ষোভ ও অবাঞ্ছিত ঘোষণা

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব না দেওয়ায় ইশরাক হোসেনের সমর্থকেরা টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছেন, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে হবে।

শনিবার (১৭ মে) টানা তৃতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে “অবাঞ্ছিত” ঘোষণা করা হয়।

সমর্থকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দুজনকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।” তারা জানান, আগামীকাল রোববারও বিক্ষোভ চলবে।

এই কর্মসূচি ‘ঢাকাবাসী’ প্লাটফর্মের ব্যানারে চলছে, যার নেতৃত্বে আছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, “দাবি আদায়ে আন্দোলন চলবে।”

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস রয়েছে, যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচরাচর কাজ করেন। কিন্তু আন্দোলনের কারণে তিনি সেখানে যাননি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ আদালতে মামলা করেন। গত ২৭ মার্চ আদালত তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

রায় ও গেজেটের এক মাস পার হলেও এখনো ইশরাক হোসেনের শপথ গ্রহণ হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকেরা।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে তার সমর্থকেরা। নগর ভবনে বিক্ষোভ, হুঁশিয়ারি ও “অবাঞ্ছিত” ঘোষণার মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট