ইসরায়েল সরকারের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন স্লোভেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মারজিহ আফখাম। তিনি এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং বলেন, “এ ধরনের হামলার বিরুদ্ধে যদি আন্তর্জাতিক সম্প্রদায় দুর্বলতা দেখায় বা নিষ্ক্রিয় থাকে, তবে বিশ্বকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘জঙ্গলের আইন’-এর দিকে ঠেলে দেওয়া হবে।”
বৃহস্পতিবার (৩ জুলাই), স্লোভেনীয় পার্লামেন্টের একাধিক সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনমূলক পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করেন।
রাষ্ট্রদূত আফখাম আলোচনার সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন এবং সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির ‘অপেশাদার ও রাজনৈতিক’ আচরণের সমালোচনা করেন।
তিনি বলেন, “গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার মাধ্যমে একধরনের উৎসাহ যুগিয়েছেন, যা আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।”
স্লোভেনীয় সংসদ সদস্যরা বৈঠকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার সম্ভাব্য বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করেন।
এই আলোচনা মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে আইনের শাসন, মানবাধিকার এবং কূটনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশ্ব সম্প্রদায়ের উচিত—আন্তর্জাতিক আইন অনুসরণ করে আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া।