1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

ইসরাইলের ৭২ ঘণ্টার ভয়াবহ হামলা: মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয় দেশে নিহত প্রায় ২০০

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
মাত্র ৭২ ঘণ্টায় ইসরাইল ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ জন নিহত এবং সহস্রাধিক আহত হয়েছেন।

মাত্র ৭২ ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয়টি দেশে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গত ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে বিমান ও ড্রোন হামলায় অন্তত ২০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। এই আক্রমণের পর অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, “নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র যা করেছিল, আমরাও এখন তাই করছি।” তবে কাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ট্রাম্প এই হামলাকে ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’ বলে আখ্যা দেন এবং নেতানিয়াহুর ওপর তীব্র হতাশা প্রকাশ করেন।

৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। এসময় নিহত হন হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী, একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা এবং আরও একজন কর্মী। যদিও হামাসের শীর্ষ নেতৃত্ব ঐ হামলা থেকে বেঁচে যায়।

গাজায় চলমান আগ্রাসনের ৭০২তম দিনে ইসরাইলি সেনারা ভয়াবহ হামলা চালায়। কেবল সোমবারেই নিহত হন ৬৭ জন এবং আহত হন ৩২০ জন। এর মধ্যে ১৪ জন নিহত হন ত্রাণ সংগ্রহের সময়। পরদিন মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হন।

লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরাইলি যুদ্ধবিমান হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালায়, এতে অন্তত পাঁচজন নিহত হন। একই রাতে সিরিয়ার হোমস এবং লাতাকিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা হয়। সিরিয়া একে জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরে নোঙর করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রধান জাহাজে সন্দেহভাজন ইসরাইলি ড্রোন আঘাত হানে, যাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরদিন কাতারে হামলা চালানোর পর ইসরাইলি সেনারা ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালায়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হন।

কাতারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহুকে বলেন, “এটি এমন এক মিত্র দেশের ওপর আঘাত, যারা গাজায় যুদ্ধবিরতি আনার চেষ্টা করছে।” জবাবে নেতানিয়াহু জানান, আক্রমণের সুযোগ সীমিত সময়ের জন্য ছিল বলে তিনি তা কাজে লাগিয়েছেন। যদিও পরবর্তী ফোনালাপে পরিবেশ কিছুটা শান্ত হয়, তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর একতরফা পদক্ষেপের কারণে ট্রাম্প ক্রমেই তার ওপর বিরক্ত হচ্ছেন।

এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়িয়ে তুলছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখনো কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট