1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নারী প্রতিনিধিত্বসহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে ঐকমত্য কমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
নারী প্রতিনিধিত্বসহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে ঐকমত্য কমিশন

সংসদে নারী প্রতিনিধিত্ব, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী ১৭ জুন থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিনব্যাপী এই বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত।

কমিশনের পক্ষ থেকে রবিবার (১৫ জুন) প্রকাশিত এক জনসংযোগ বার্তায় জানানো হয়, ১৭ জুন সকাল সাড়ে ১০টায় থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হবে। এতে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেবে।

বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ), প্রধান বিচারপতি নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত সংস্কার।

এর আগে ৩ জুন দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের নেতৃত্বে। সে বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক কাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সংবিধান সংশোধন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা—সবমিলিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতা তৈরির আশা করছেন সংশ্লিষ্ট মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট