1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ঝিনাইদহে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, চিকিৎসায় অবহেলা পরিবারের

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
ঝিনাইদহে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, চিকিৎসায় অবহেলা পরিবারের

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে সাপের কামড়ে রাবেয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পরিবারের অজ্ঞতা ও কুসংস্কারপূর্ণ চিকিৎসা ব্যবস্থার কারণে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বুধবার রাতে রাত সাড়ে ৮টার দিকে রাবেয়া নিজ ঘরে ছিল। হঠাৎ একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে কোনোপ্রকার চিকিৎসা না পেয়ে রাবেয়ার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।

রাত সাড়ে ১২টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার অবস্থা আরও অবনতি হলে পরিবার আবার ওঝার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বের করে নেওয়ার পথে রাবেয়ার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, “রোগীর অবস্থা খারাপ দেখে আমরা চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তারা আমাদের না জানিয়ে রোগীকে নিয়ে ওঝার কাছে চলে যায়। পরে আবার যখন ফিরিয়ে আনা হয়, তখন আমরা তাকে মৃত অবস্থায় পাই।”

এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, এখনো দেশের অনেক গ্রামাঞ্চলে সাপের কামড়ের মতো গুরুতর বিষয়ে প্রশিক্ষিত চিকিৎসকের পরিবর্তে ঝাড়ফুঁকের উপর নির্ভরতা রয়েছে। এতে করে অনেক সময় অমূল্য প্রাণ হারাতে হয়।

সাপের কামড় হলে দ্রুত নিকটস্থ সরকারি বা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ঝাড়ফুঁক বা ওঝার চিকিৎসায় সময় নষ্ট করলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট